ঢাকাসহ দেশের আট জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক্ষেত্রে এসব জেলার জনগণকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অফিস। গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া বজ্রপাতের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ বলেন- মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার ঘণ্টায় বা তার বেশি গতিতে বৃষ্টি-বজ্রপাতসহ বজ্রপাত এবং অস্থায়ীভাবে পশ্চিমণ্ডউত্তর-পশ্চিমে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রপাতের সময় সতর্ক থাকতে পরামর্শ দিয়ে তিনি বলেন, বজ্রপাত হলে জানালা ও দরজা বন্ধ রেখে ঘরে থাকা। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা। গাছের নিচে আশ্রয় না নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া।