২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলা থেকে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ অন্যদের খালাস দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু করেছেন সুপ্রিমকোর্ট।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল বৃহস্পতিবার সকালে এই শুনানি শুরু করেন। প্রথমেই বাদীপক্ষের আইনজীবী এসএম শাহজাহান তার যুক্তি উপস্থাপন করেন। এসময় বাদীপক্ষের আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, মোহাম্মদ শিশির মনির এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রাউফ ও অনিক আর হক আদালতে উপস্থিত ছিলেন।
হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করতে গত ২ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে দুটি পৃথক আপিল করার অনুমতি দেয়। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অপরাধে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামিকে গত বছর ১ ডিসেম্বর খালাস দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও দণ্ডিত কয়েকজন আসামির আপিল শুনানি শেষে আদালত এ রায় দেন।