ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রাথমিকে জুলাইয়ের অনুষ্ঠানের বরাদ্দ ১৬ কোটি ৩৯ লাখ টাকা

প্রাথমিকে জুলাইয়ের অনুষ্ঠানের বরাদ্দ ১৬ কোটি ৩৯ লাখ টাকা

শিশু শহিদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান পালন উপলক্ষে মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গত বুধবার এই বরাদ্দ ও মঞ্জুরি আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশু শহিদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান পালন উপলক্ষে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বিভাজন এবং নিম্নবর্ণিত শর্তে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরি দেওয়া হলো। সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের উল্লিখিত অর্থ ব্যয়ের ক্ষমতা দেওয়া হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত