রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মহাসমাবেশের ডাক দিয়েছেন। ৪ দফা দাবি আদায়ে আজ শুক্রবার এই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম। তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমরা জেনেছি রিট করা ৪৫ জন প্রধান শিক্ষকের ১০ম গ্রেড বাস্তবায়নের কথা বলা হয়েছে। তাহলে যারা মামলা করেননি তাদের তাহলে দশম গ্রেড কবে বাস্তবায়ন হবে? আমরা সব প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়ন চাই। এছাড়া সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডের প্রস্তাব করেছে মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি। শিক্ষকদের দাবি ১১তম গ্রেড।