ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রেল যোগাযোগের উন্নয়নে দরকার মহাপরিকল্পনা

ড. শেখ মইনউদ্দিন
রেল যোগাযোগের উন্নয়নে দরকার  মহাপরিকল্পনা

দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত মহাপরিকল্পনা দরকার এবং সে অনুযায়ী রেলপথের উন্নয়নে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী গতকাল রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ড. শেখ মইনউদ্দিন বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে ৩০ থেকে ৩৫ শতাংশের বেশি যাত্রী ও পণ্য রেলপথে পরিবহন করা হয়। সেখানে বাংলাদেশে মাত্র ২ শতাংশ পণ্য রেলপথে পরিবহনের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতাকে আরও বৃদ্ধি করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত