বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল স্কাইলাইট হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। প্রধান অতিথি বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আমাদেরকে নিজ নিজ জায়গা হতে যার যে কাজ সেটা নিরলসভাবে করে যেতে হবে।’ সর্বশেষে তিনি জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানের সঞ্চলনা করেন সমাজবিজ্ঞান বিভাগের বাংলা প্রভাষক আরিফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কেএফএ সোহেল (অব.), মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, অন্যান্য বিভাগের প্রধান, শিক্ষকম, কর্মকর্তা ও কর্মচারীরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি