ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাধারণ আইন দিয়ে অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার সম্ভব নয়

বললেন মঈন খান
সাধারণ আইন দিয়ে অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার সম্ভব নয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশের মানুষকে বারে বারে কেন জীবন দিতে হবে। কারণ ইতিহাস থেকে রাজনীতিবিদরা শিক্ষা গ্রহণ করেন না। তিনি বলেন, কসমেটিক পরিবর্তন করে কোনও লাভ হবে না। মূল ভিত্তিতেই পরিবর্তন করতে হবে। অন্তরের পরিবর্তনই আসল পরিবর্তন। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত ‘ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আরৈাচনা সভায় তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, দেশের প্রচলিত সাধারণ আইন দিয়ে নৃশংস হত্যাকাণ্ডের বিচার সময় মতো শেষ করা যাবে না। নির্বাচন যত বিলম্বিত হবে, দেশের বহুমাত্রিক ঝুঁকি তত বাড়তে থাকবে। অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তারা অভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারেনি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সরকারের যোজন দূরত্ব তৈরি হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার নিয়ে জুলাই সমঝোতা সনদের সইয়ের পর জাতীয় নির্বাচন নিয়ে কারও আর তালবাহানা করার অবকাশ নেই। রাজনৈতিক বিরোধকে সহিংস রাজনৈতিক বৈরীতায় না নিতে সবার প্রতি আহ্বান জানান। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পরও শহীদ ও আহতদের উপযুক্ত স্বীকৃতি ও পরিবারগুলোর প্রয়োজনীয় পুনর্বাসন হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত