ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

দুস্থ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে উৎসাহ দিতে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) শিক্ষা সেক্টর। গতকাল সোমবার পল্লবীর আহ্ছানিয়া মিশন কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ডাম পরিচালিত ‘কাপ-আপ’ প্রকল্পের সহায়তায় এসএসসি পাস করা ৬২ জন শিক্ষার্থীকে অভিনন্দন ও সম্মাননা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে একটি ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান করা হয়। উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষার জন্য তাদের ভর্তি, বিনা-বেতনে পড়ালেখা চালিয়ে যাওয়া এবং অন্যান্য বিষয়ে সার্বিক সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রোজেক্ট স্পেশালিস্ট মো. মনজুর মুর্শিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামণ্ডএর নির্বাহী পরিচালক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. সাজেদুল কাইয়ুম দুলাল। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মো. মনিরুজ্জামান, জয়েন্ট ডিরেক্টর, ডাম শিক্ষা ও টিভিইটি বলেন, ‘সুযোগ আর সহযোগিতা পেলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও ভালো ফল করতে পারে, তার প্রমাণ আজ এখানে উপস্থিত শিক্ষার্থীরা। আগামী দিনে তারা নেতৃত্বের আসনে আসবে। আমাদের সকলের উচিত তাদের পাশে থাকা।’ বিশেষ অতিথি হিসেবে ঢাকার জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মো. আব্দুল মজিদ বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সুযোগ পেলে সব শিক্ষার্থীই তাদের দক্ষতা দেখাতে পারে।’ অনুষ্ঠানের প্রধান অতিথি দাতা সংস্থা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রোজেক্ট স্পেশালিস্ট মো. মনজুর মুর্শিদ বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজমেন্টে কমিটির সদস্য- সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা আশা করি, তারা তাদের জীবনের বাকি পথও সফলতার সাথে পাড়ি দেবে।

অনুষ্ঠানের সভাপতি ডামণ্ডএর নির্বাহী পরিচালক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. সাজেদুল কাইয়ুম দুলাল বলেন, ‘এ সকল শিক্ষার্থী অনেক প্রতিকূলতা পেরিয়ে এসএসসি পরীক্ষায় সফল হয়েছে। জীবিকার পাশাপাশি তাদের পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। আমরা তাদের এই লড়াকু মানসিকতাকে অভিনন্দন জানাই এবং আগামীতে তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করব।’

এছাড়াও অনুষ্ঠানে আহ্ছানিয়া মিশন কলেজের অধ্যক্ষ মো. মফিজউদ্দিন, কাপ-আপ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম, বিভিন্ন ইউসিএলসির সভাপতিগণ, শিক্ষক, পাসকৃত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, দাতা সংস্থা কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে ডাম কাপ-আপ প্রকল্পের মাধ্যমে এ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়েছে। এরপর প্রকল্পের পরোক্ষ সহায়তায় তারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত