ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘১৭ বছর যন্ত্রণা দিয়ে কুমিরটা দিল্লিতে পালিয়ে আছে’

‘১৭ বছর যন্ত্রণা দিয়ে কুমিরটা দিল্লিতে পালিয়ে আছে’

নেতাকর্মীদের নিয়ে খাল পরিষ্কার করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘খাল খনন নিয়ে একসময় সমালোচনা হতো। তবে খাল খননের পেছনে মহৎ উদ্দেশ্য ছিল। খালের মধ্যে যে একটা কুমির ছিল, এটা কেউ খেয়াল করেনি। সেই কুমিরটা ১৭ বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালিয়ে আছে। তাই খাল খেটে কুমির আনা যাবে না, খাল কেটে স্বচ্ছ পানি আনতে হবে।’ গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। মুগদার পূর্ব মানিকনগর বালুর মাঠসংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানে দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও এই অনুষ্ঠান শুরু হয় বেলা পৌনে একটায়। ১২টা ৫০ মিনিটের দিকে অনুষ্ঠানস্থলে আসেন গয়েশ্বর চন্দ্র রায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত