
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে চারজনকে আজীবন বহিষ্কার এবং বাকিদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৭ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫০তম রিজেন্টস বোর্ড সভায় এই শৃঙ্খলামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।