
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণের দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪১ জন প্রার্থী। গতকাল সোমবার কেন্দ্রীয় সংসদের জন্য ৭১ জন, ছাত্র হল সংসদের জন্য ২৫ জন এবং ছাত্রী হল সংসদের জন্য ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬৯ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৯১ জন, ছাত্র হলে ২৬ জন এবং ছাত্রী হলে ৪৬ জন প্রার্থী রয়েছেন। আজ বিকেলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় সংসদে ফরম তোলা ১৪১ জনের মধ্যে এখন পর্যন্ত সহ-সভাপতি পদে আটজন, সাধারণ সম্পাদক পদে তিনজন ও সহসাধারণ সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। বাকিদের পদ এখনো জানা যায়নি।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনারের দপ্তর থেকে প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। প্রথম দিনে ফরম সংগ্রহ করেছিলেন ২৮ জন, দ্বিতীয় দিনে সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। ’
অধ্যাপক মনির উদ্দিন আরও বলেন, ‘আজ আমাদের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে আসছেন। পরিবেশও ভালো। আশা করছি, ফরম বিতরণ সুন্দরভাবে চলবে।’ গতকাল বিকালে চাকসু ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, প্রার্থীরা সরাসরি এসে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। অনেকে দলবদ্ধভাবে এসে ছবি তুলছেন। গতকাল প্যানেল হিসেবে ফরম সংগ্রহ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত ‘সচেতন শিক্ষার্থীর সংসদ’ এবং নবাব ফয়জুন্নেছা হলের পাহাড়ি ছাত্রীদের পূর্ণাঙ্গ প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’।