ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অগ্নিনির্বাপণ মহড়ার দৃশ্যকে কক্সবাজারে মার্কিন বিমানে আগুন বলে অপপ্রচার

অগ্নিনির্বাপণ মহড়ার দৃশ্যকে কক্সবাজারে মার্কিন বিমানে আগুন বলে অপপ্রচার

অগ্নিনির্বাপণ মহড়ার দৃশ্যকে কক্সবাজারে মার্কিন বিমানে আগুন লেগেছে বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়, যেখানে কক্সবাজারে মার্কিন সামরিক বিমানে ভয়াবহ আগুন লেগেছে এবং দেশ ও উপমহাদেশে সম্ভাব্য যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, এমন দাবি করা হয়।

বাংলাফ্যাক্টের যাচাই অনুযায়ী, ভিডিওটি গত ফেব্রুয়ারিতে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ডামি বিমানে অগ্নিনির্বাপণ মহড়ার দৃশ্য।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চে ইউটিউব চ্যানেল ‘সিলেট টিভি’-এ ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ পাওয়া গেছে। এছাড়াও, বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি ও ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে একই মহড়ার ভিডিও পাওয়া যায়।

গণমাধ্যম থেকে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ অগ্নিনির্বাপন মহড়া-২০২৫ অনুষ্ঠিত হয়। মহড়ায় ডামি বিমানে প্রতীকী চিত্র উপস্থাপন করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো দাবিটি মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত