ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি বিমান বিধ্বস্তের দাবিটি ভুয়া : ফ্যাক্টওয়াচ

মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি বিমান বিধ্বস্তের দাবিটি ভুয়া : ফ্যাক্টওয়াচ

মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি জানায়, ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দাবি করা হচ্ছে, চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকান সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আবার কেউ কেউ বলছে, এটি কক্সবাজার বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানে অগ্নিকাণ্ডের দৃশ্য।’

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা মহড়ার ফুটেজ। গত ২৬ ফেব্রুয়ারি সেখানে একটি ডামি বা নকল বিমানে আগুন দিয়ে মহড়া চালানো হয়। দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে পাওয়া যায় যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও এই ভিডিও ওইদিন প্রকাশিত হয়েছিল।

ফ্যাক্টওয়াচ জানায়, চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ অনুষ্ঠিত হয়। সাত দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার, প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে পরিবহন বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য অংশ নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত