ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীনগরে সাত বছরেও আলোর মুখ দেখেনি ট্রমা সেন্টার

শ্রীনগরে সাত বছরেও আলোর মুখ দেখেনি ট্রমা সেন্টার

মুন্সীগঞ্জের শ্রীনগরে দীর্ঘ প্রায় ৭ বছর পেরিয়ে গেলেও আজও চালু হয়নি জেলার একমাত্র ট্রমা সেন্টার। মুন্সীগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনা কবলিতদের সেবা দিতে জেলার একমাত্র এই ট্রমা সেন্টারটি নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় প্রায় ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে গত ২০১৮ সালে নির্মিত হয় এ ট্রমা সেন্টারটি। দফায় দফায় দরপত্র আহ্বান, নির্ধারিত স্থান পরিবর্তন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির পর ইংরেজি ২০০৭ সালে লৌহজং উপজেলার মাওয়ায় ট্রমা সেন্টার নির্মাণের জন্য স্থান নির্ধারণ করে জেলা গণপুর্ত অধিদপ্তর।

তিন তলা ভবন নির্মাণের জন্য গণপুর্ত অধিদপ্তর তিন দফায় ওই দরপত্র আহ্বান করেন। তৃতীয় দফায় দরপত্র আহ্বানের পরিপেক্ষিতে মের্সাস আব্দুস সাত্তার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ট্রমা সেন্টারের ৩ তলা ভবনের নির্মাণ কাজ পায়। তবে ওই দরপত্রের প্রায় তিন বছর পর ২০১০ সালের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শ্রীনগরের ষোলঘর এলাকায় ট্রমা সেন্টারের ভবন নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠানটি। দীর্ঘ প্রায় সাত বছর ধরে ট্রমা সেন্টরটি চালু না হওয়ার সেবা দান প্রতিষ্ঠানটি করুণ দশায় পরিণত হয়েছে। ভবনটির বাউন্ডারির ভিতর ও বাহিরে চারপাশ ঝোপ-জঙ্গলে ছেয়ে গেছে। সন্ধ্যা নামলেই চারপাশ অন্ধকার ও নিরিবিলি হওয়ায় ভবনটির বাউন্ডারি টপকিয়ে মাদকসেবীরা অনায়াশে ভেতরে প্রবেশ করে নানা ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করার নিরাপদ ঘাটি হিসেবে ব্যবহার করছে বলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ।

এছাড়া তিন-তলা ভবনের জানালার থাইয়ের গ্লাসগুলো ভেঙে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই ভবনের ভেতরে বিভিন্ন স্থানে পানি জমে স্যাঁতসেঁতে হয়ে পরছে। এছারা জানালাগুলোতে মরিচা ধরেছে, দেয়ালের অনেক স্থানের পলেস্তরা খসে পরেছে, বৈদ্যুতিক ও স্যানিটারি সরঞ্জমাদি অকেজো হয়ে পরছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এটিএম ওবায়দুল্লাহ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অর্থ বিভাগ থেকে অনুমোদন দিলেই আমরা খুব শিগগিরই ট্রমা সেন্টারটি চালু করব। জেলাবাসীর দাবি অতিসত্তর জেলার একমাত্র ট্রমা সেন্টারটির আনুষাঙ্গিক কাজ শেষ করে চালু করা হউক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত