ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনায় নদীর ঘাট দখল ব্যাপক গোলাগুলি, বিএনপি কার্যালয়ে আগুন

পাবনায় নদীর ঘাট দখল ব্যাপক গোলাগুলি, বিএনপি কার্যালয়ে আগুন

পাবনার বেড়া উপজেলার পৌর এলাকার বৃশালিখা নদীর ঘাট দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে কয়েক ঘণ্টাব্যাপী এ সহিংসতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভাঙচুর ও অগ্নিসংযোগে স্থানীয় বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। আহত হয়েছেন একাধিক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, হুরা সাগর নদীর বৃশালিখা ঘাট দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ছিল। তবে গত ৫ আগস্টের পর বিএনপির একাংশ তাদের সঙ্গে মিলে নিয়ন্ত্রণ ধরে রাখে। পরে বিএনপি নেতা হাসান আলীর অনুসারীরা ঘাট দখলের চেষ্টা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে সোমবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয় এবং একপর্যায়ে গোলাগুলিতে রূপ নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত