ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কেএনএফের পোশাক তৈরিতে সহায়তার অভিযোগ

কেএনএফের পোশাক তৈরিতে সহায়তার অভিযোগ

পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহজনক পোশাক (ইউনিফর্ম) তৈরিতে সহায়তার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইপিডিএফ) নেতা সুইপ্রু মারমা ওরফে চিনু মারমাকে জিজ্ঞাসাবাদ করতে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশ বলছে, সুইপ্রু মারমা ইউপিডিএফের পরিচালক (প্রশাসন)।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বলেন, আসামি সুইপ্রু মারমাকে জিজ্ঞাসাবাদ করতে পাহাড়তলী থানা-পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার সুইপ্রু মারমাকে গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ। পরে তাঁকে পাহাড়তলী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে গতকাল সোমবার আদালত তা মঞ্জুর করেন। একই দিন এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পাহাড়তলী থানা-পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত