ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাম্প উঠতেই থেমে গেল এসকেলেটর হোয়াইট হাউসের তদন্ত দাবি

ট্রাম্প উঠতেই থেমে গেল এসকেলেটর  হোয়াইট হাউসের তদন্ত দাবি

জাতিসংঘ সদর দপ্তরে এসকেলেটর বিকল হয়ে যাওয়ার ঘটনায় জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে হোয়াইট হাউস। এ ঘটনায় জড়িত থাকলে সংশ্লিষ্ট কর্মীদের বরখাস্তেরও আহ্বান জানানো হয়েছে।

গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে পৌঁছালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ওঠার সময় এসকেলেটর হঠাৎ থেমে যায়। এতে তাদের বাকি সিঁড়ি হেঁটে উঠতে হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, যদি জাতিসংঘের কেউ ইচ্ছাকৃতভাবে এসকেলেটর বন্ধ করে থাকে, তবে তাদের অবিলম্বে বরখাস্ত করে তদন্ত করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, কিছু জাতিসংঘ কর্মী নাকি মজা করে বলেছিলেন, ট্রাম্পের আগমন উপলক্ষে তারা এসকেলেটর ও লিফট বন্ধ করে দেবেন এবং বাজেট সংকটের অজুহাত দেখাবেন।

ঘটনার পর সাধারণ পরিষদে ভাষণে ট্রাম্প বলেন, জাতিসংঘ থেকে আমি যা পেলাম তা হলো একটি এসকেলেটর, যা মাঝপথে এসে থেমে গেল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত