ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

১৬১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি ‘ভুয়া’, সতর্ক করল গণপূর্ত

১৬১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি ‘ভুয়া’, সতর্ক করল গণপূর্ত

জনবল নিয়োগের একটি ভুয়া বিজ্ঞপ্তি ও কার্যাদেশ প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলছে, ভুয়া বিজ্ঞপ্তিতে ১৬১ জনকে নিয়োগের কথা প্রচার করা হয়। মন্ত্রণালয় বলছে, নিরাপত্তা কর্মী, লিফটম্যান, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়কসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘খন্দকার ট্রেডার্সকে ১৩ নম্বর প্যাকেজে অনুমতি প্রদান’ শিরোনামে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ভুয়া পত্রে ৭ সেপ্টেম্বর একটি স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ‘ভিত্তিহীন’। মন্ত্রণালয় বলছে, ‘ভুয়া’ বিজ্ঞপ্তি ও কার্যাদেশে বলা হয়েছে, খন্দকার ট্রেডার্স জনবল নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর করবে এবং প্রতিষ্ঠানটির হিসাব নম্বরে নিয়োগকৃত ১৬১ জন কর্মীর বেতন দেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত