ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে

বললেন মৎস্য উপদেষ্টা
ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে

ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অর্ন্তবর্তী সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

গতকাল রোববার দুপুরে ময়মনসিংহে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে যাকে-তাকে জমি ইজারা দেওয়া যাবে না। যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত, তাদেরকেই জমি ইজারা দেওয়ার পরামর্শ দেন তিনি। মাছের প্রজনন পরিবেশ ঠিক রাখতে প্রজনন ক্ষেত্রগুলোতে পর্যটন (ট্যুরিজম) নিয়ন্ত্রণ করার কথাও বলেন। এ ছাড়া নির্বাচন প্রসঙ্গে বাইরের কারও কথায় মন্তব্য করবেন না বলেও জানান উপদেষ্টা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত