ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর

অনলাইন ফরম পূরণ ১৩-১৯ অক্টোবর
জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে আগামী ২১ ডিসেম্বর থেকে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ উপলক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তথ্যের ওপর ভিত্তি করে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ করা হবে। নির্ধারিত সময় অর্থাৎ আগামী ৬ অক্টোবরের মধ্যে তথ্য পূরণ করে অনলাইনে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে জটিলতা হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত