
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার শিরিরচালা এলাকায় মেসার্স স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং কারখানার আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। গতকাল বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার শিরিরচালা এলাকায় মেসার্স স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং কারখানায় ভয়াবহ আগুন লাগে। কারখানার ভেতর কেমিক্যাল জাতীয় দ্রব্য থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, কারখানায় কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কর্মীরা প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়।