
রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐতিহাসিক ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের মনোনয়নপ্রত্যাশী ডা. মো. শহিদুল আলমের নেতৃত্বে কালিগঞ্জের নাজিমগঞ্জ, কালিগঞ্জ বাজার, বাজার গ্রাম হিমপুর, ফুলতলাসহ কালীগঞ্জের বিভিন্ন চা-স্টল বিভিন্ন দোকানে দোকানে গিয়ে জনগণের হাতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ ও গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও সাবেক কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, বিএনপির কালিগঞ্জ উপজেলার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাব্বি হোসেন, সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, জেলা তরুণ দলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন ও কাজী শরিফুলসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ।
তারা বলেন, ‘সাতক্ষীরার জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা মাঠে-ময়দানে, ঘরে-ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিতে চাই, দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।’
লিফলেট বিতরণ শেষে নেতারা জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসনের প্রতি নতুন করে আশা তৈরি হয়েছে।