ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শতবর্ষী শ্যামাসুন্দরী খাল পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

শতবর্ষী শ্যামাসুন্দরী খাল পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

রংপুর সদর-৩ আসনে বিএনপি কেন্দ্রীয় মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু বলেছেন, একশত বছরের মাস্টার প্লান করেছি। এরমধ্যে প্রথম হলো শ্যামাসুন্দরী খাল। এই শ্যামাসুন্দরীকে আধুনিক প্রক্রিয়ায় নিয়ে আসব। শ্যামাসুন্দরীর পাশ দিয়ে মানুষ চলাফেরা করবে। তিনি আরও বলেন, শ্যামাসুন্দরীর পাশে বৃক্ষরোপণ করা হবে। শ্যামাসুন্দরী যানবাহন চলাচলের একটি সুযোগ তৈরি করবে। শ্যামাসুন্দরীকে সিস্টেমে আধুনিক আয়ন করব। এই লক্ষ্যে সমৃদ্ধ রংপুর আধুনিক প্রস্তাবনা দিয়েছি। সমৃদ্ধ রংপুরে কি কি দরকার। ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া রংপুর নগরীর শতবর্ষী শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন রংপুর-৩ সদর আসনে বিএনপি মনোনিত প্রার্থী, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

গতকাল রোববার দুপুরে রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় শ্যামাসুন্দরী খালের পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করেন রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। শ্যামাসুন্দরী খাল রংপুর নগরীর জন্য কষ্টের বিষয়। এই শ্যামাসুন্দরী প্লান ও পরিকল্পনা করে সৌন্দর্য বর্ধন করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তখন হয়তো আর পরিষ্কার করার প্রয়োজন নাও হতে পারে। আমরা তো ১০০ বছরের প্ল্যান নিয়ে কাজটি বাস্তবায়ন করব। আমরা তো আধুনিক আয়ন করব। আমার বিশ্বাস রংপুরের সর্বস্তরের মানুষ আমার সঙ্গে আছে। ধানের শীষের সঙ্গে আছে এবং আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। তার প্রধান তারেক রহমান। তারেক রহমানকে দিয়ে তার মাধ্যমে তাকে অনুরোধ করে। রংপুর নগরীর ১০০ বছরের প্ল্যান বাস্তবায়ন করতে চাই। রংপুর নগরীর উন্নয়নে তারেক রহমান আমাদের সহযোগিতা করবেন। এই বিশ্বাস নিয়ে আমরা দলের জন্য কাজ করছি। রংপুর নগরীর বর্জ্য ব্যবস্থা কিছু জায়গা আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত