ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মধুখালীতে ভেজাল কীটনাশক উদ্ধার

মধুখালীতে ভেজাল কীটনাশক উদ্ধার

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট উত্তরপাড়া এলাকা হতে গতকাল সোমবার বেলা ১১টার দিকে কৃষি কাজে ব্যবহারের জন্য ভেজাল কীটনাশক, কীটনাশক তৈরির উপাদান ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মো. দাউদ মোল্যা নামের একজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক অভিযুক্ত দাউদ মোল্যাকে ১ বছরের কারাদণ্ড ও নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।জানা গেছে, মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্যা পুত্র দাউদ মোল্যা প্রায় এক বছর আগে বাগাট ইউনিয়নের বাগাট উত্তরপাড়া গ্রামে জমি ক্রয় করে ঘর তুলে বসবাস শুরু করে। এর পরই শুরু করে কৃষিকাজে ব্যবহার করার জন্য ভেজাল কীটনাশক। এরইমধ্যে বাজারজাত শুরু করে অনেক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। গতকাল সোমবার গোপন সংবাদেরভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক, কীটনাশক তৈরির উপাদান ও সরঞ্জামসহ দাউদ মোল্যাকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল অভিযুক্ত দাউদ মোল্যাকে ১ বছরের কারাদণ্ড ও নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ সময় মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, থানার এসআই তন্ময়, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত