ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মালয়েশিয়ার সঙ্গে পারলেন না আফঈদারা

মালয়েশিয়ার সঙ্গে পারলেন না আফঈদারা

ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে পেরে উঠেনি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে আপ্রাণ চেষ্টা করেও আর শোধ করতে পারেনি স্বাগতিকরা। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও গোল করার মতো ধারালো আক্রমণ কম হয়েছে। প্রতিপক্ষের গোলকিপারকে দিতে হয়নি তেমন পরীক্ষাও। তাতে তিন জাতির সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে মাঠ ছেড়েছে পিটার বাটলারের দল। গতকাল বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে ছিল বাংলাদেশের দাপট। প্রায় হাফ লাইনের ওপরে থেকে মালয়েশিয়াকে চাপে রাখার চেষ্টা ছিল স্বাগতিকদের। হাইলাইন ডিফেন্স করে খেলে গোল করার সুযোগ মিললেও ঋতুপর্ণা-শামসুন্নাহাররা জাল কাঁপাতে পারেননি। উল্টো প্রতি আক্রমণ থেকে নিজেদের ভুলে মালয়েশিয়া এক গোল আদায় করে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণে তালগোল পাকিয়ে বল হারিয়ে বিপদ ডেকে এনেছিলেন শিউলি আজিম। তবে হেনরিটা জাস্টিনের দুর্বল শট সোজা রুপনার তালুতে জমা পড়ে। ৫৭ ও ৬২ মিনিটে নূর নাজওয়ার শট গোলকিপার প্রতিহত করেন। ৬ মিনিট পর সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। তহুরার সঙ্গে দেওয়া নেওয়া করে বক্সে ক্রস বাড়ান ঋতুপর্ণা। কিন্তু ফাঁকায় থাকা সাগরিকার হেড হতাশা বাড়িয়ে চলে যায় পোস্টের বাইরে। পরের মিনিটে মালয়েশিয়া সুযোগ পেয়েও রুপনাকে পরাস্ত করতে পারেনি। ৭৬ মিনিটে ঋতুপর্ণা ও শামসুন্নাহার সিনিয়র উঠে যান। মামনি চাকমা ও জয়নব বিবি নামেন। তিন মিনিট পর মালয়েশিয়ার আইনসাহ বক্সে ঢুকে পড়লে শট নেওয়ার আগেই শিউলি পেছন থেকে এসে নিখুঁত ট্যাকল করে বল ক্লিয়ার করেন। ৮৫ মিনিটে তহুরা শট নিলেও সেটা জমা পড়ে গোলকিপারের গ্লাভসে। যোগ করা সময়ে বদলি নুরফাজিরার ৬ গজের সামনে থেকে নেওয়া শট রুপনা ডান দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়ে হারের ব্যবধান বাড়াতে দেননি। মনিকারাও চেষ্টা করে পারেননি সমতাসূচক গোল করতে। আগামী মঙ্গলবার আজারবাইজানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত