ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এমআইএসটির উদ্যোগে জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা

এমআইএসটির উদ্যোগে জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা

মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) তাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট রোবোলিউশন ২০২৫ উদ্বোধন করেছে। রোবোলিউশন ২০২৫ এর পাশাপাশি ৪র্থ ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) আন্তর্জাতিক সম্মেলন রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেট অব থিংস (রেইকন) অনুষ্ঠিত হয়েছে। এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে এমআইএসটিতে গতকাল বৃহস্পতিবার দুটি ইভেন্টের উদ্বোধন করেন। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী তরুণ শিক্ষার্থীরা রোবোলিউশন ২০২৫-এ উপস্থিত হয়ে তাদের রোবোটিক্স উদ্ভাবন প্রদর্শন করে। এমআইএসটি রোবোটিক্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানটি জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন রোবোটিক্স প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশগ্রহণ করে। একইসঙ্গে, ৪র্থ আইইইই আন্তর্জাতিক সম্মেলন (রেইকন) চলমান ছিল, যেখানে প্রযুক্তিভিত্তিক সেশন ও কী-নোট বক্তৃতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত