
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ৫২তম মাদারীপুর ব্রাঞ্চ গত বৃহস্পতিবার মাদারীপুর জেলায় উদ্বোধন করা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত প্রধান অতিথি হিসেবে ব্রাঞ্চটি উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক কেএম তারিকুল ইসলাম ও চয়নূল হক। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।