ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এ দেশে গণতন্ত্রের মার্কা ধানের শীষ

বললেন সালাহউদ্দিন আহমেদ
এ দেশে গণতন্ত্রের মার্কা ধানের শীষ

এই দেশের গণতন্ত্রের ও ঐক্য প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গণসংযোগ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল বুধবার সকালে মা বাবা কবর জিয়ারতের মধ্যে দিয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। গণসংযোগ প্রচারণা সময় টইটং হাজী বাজার স্টেশনে সালাহ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের বিজয় হয়েছে, আওয়ামী বাকশালী ফ্যাসিস গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা গণতন্ত্রের বিশ্বাস করি, প্রতিহিংসা বিশ্বাসী না। কিন্তু এই দেশে যে সময় অনাচার, অত্যাচার, হত্যাকাণ্ড হয়েছে এর বিচার হবে।

গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। আমরা মুক্ত হয়েছি। আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, এ দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। এ দেশে গণতন্ত্রের মার্কা ধানের শীষ, গণতন্ত্রের দল বিএনপি। দ্বিতীয় দিনের নির্বাচনি গণসংযোগে অংশ নেয় ওই আসনের সাবেক এমপি সালাহউদ্দিন পত্নী অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপি সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুসলেম উদ্দীন ও উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত।

দলীয় সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর পর্যন্ত সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়ায় নির্বাচনি প্রচারণায় ব্যস্ত থাকবেন। ধানের শীষের পক্ষে জনসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত