ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশাশুনিতে গণদোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশাশুনিতে গণদোয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়া ব্রিজ এলাকায় গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা বিএনপির উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা নেত্রীর সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়ে দোয়া করছেন। দেশের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, চেয়ারম্যান আজিজুর রহমান, বিএনপির উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি-সাধারণ সম্পাদক এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত