ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশে পুশ-ইন করা নারী ও তার সন্তানকে ফিরিয়ে নেবে ভারত

বাংলাদেশে পুশ-ইন করা নারী ও তার সন্তানকে ফিরিয়ে নেবে ভারত

সোনালী খাতুন নামে বাংলাদেশে পুশ-ইন করা এক অন্তঃসত্ত্বা নারী ও তার ৮ বছর বয়সি সন্তানকে ফিরিয়ে নেবে ভারত। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। সোনালী খাতুন ও তার ছেলেসহ দুই পরিবারের ছয়জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়। তারা সবাই ভারতের নাগরিক। তাদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হয়েছিল। ইন্ডিয়া টুডে জানিয়েছে, মানবিক কারণে এ দুজনকে ফেরত আনা হচ্ছে। কিন্তু বাকি চারজনের কথা উল্লেখ করা হয়নি।

ভারতের প্রধান বিচারপতি সুরিয়া কান্ত এবং বিচারপতি জয়মালা বাগচিকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ পশ্চিমবঙ্গের সরকারকে সোনালী খাতুনের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। বুধবার সুপ্রিম কোর্ট বলেন, ‘কিছু ক্ষেত্রে মানবিক কারণের প্রতি আইনকে নমনীয় হতে হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত