ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক করলেন রিজভী

ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক করলেন রিজভী

নিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে দলীয় নেতাকর্মাসহ জন সাধারণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বলা হয়, ‘অজ্ঞাত কুচক্রী মহল কর্তৃক আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে-যা সম্পূর্ণরুপে বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর আগেও গণমাধ্যমে বলেছি এবং থানায় জিডি করেছি যে, আমি নিজের নামে কখনোই ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। আমার নামে খোলা এই সমস্ত ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো মতামতের সঙ্গে আমার কোনো ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ ফেসবুক কর্তৃপক্ষকে আমার নামে খোলা ভুয়া একাউন্টগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

পাশাপাশি এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত বক্তব্য ও মন্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপি নেতাকর্মীসহ সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত