ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিনা টিকিটে রেলভ্রমণ এক দিনেই ৪ লাখ টাকা জরিমানা আদায়

বিনা টিকিটে রেলভ্রমণ এক দিনেই ৪ লাখ টাকা জরিমানা আদায়

পূর্বাঞ্চল রেলপথে ট্রাভেল টিকিট এক্সামিনারের (টিটিই) অভিযানে একদিনেই বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে চার লাখ ১৪ হাজার টাকার ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে ভাড়া বাবদ আদায় হয়েছে দুই লাখ ৭৭ হাজার টাকা এবং জরিমানা বাবদ আদায় হয়েছে এক লাখ ৩৬ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাঞ্চল রেলপথের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন। রেলওয়ে সূত্র জানায়, গত রোববার পূর্বাঞ্চলের মোট ৭০টি ট্রেনে অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে অংশ নেন ১০৫ জন টিটিই। এ সময় এক হাজার ১৯৬ জন টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে ওই পরিমাণ ভাড়া ও জরিমানা আদায় করা হয়। এ ছাড়া তিন হাজার ১৪০ জন যাত্রীর টিকিট পরীক্ষা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত