ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এসএম আব্দুর রহমান উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই রক্তদান কর্মসূচিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যসহ মোট ৫০ জন রক্ত দেন। রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত