ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে মামলায় সাক্ষী হচ্ছেন সাদিক কায়েম

ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে মামলায় সাক্ষী হচ্ছেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে মামলায় সাক্ষী হচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তিনি। তার সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

এ সময় সাদিক কায়েম সাংবাদিকদের জানান, ছাত্র আন্দোলন চলাকালে বহিরাগতদের নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা করিয়েছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল। তার নির্দেশে শিক্ষার্থীদের ওপর গুলি ও হাতবোমা নিক্ষেপ করা হয়। এমনকি ঢাকা মেডিকেলে আহতদের চিকিৎসা নিতে বাধা দেয় ছাত্রলীগ-যুবলীগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত