ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানকে ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানকে ১৪ বছরের কারাদণ্ড

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাবেক প্রধান ফয়েজ হামিদকে সামরিক আদালত ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে দায়িত্ব পালনকারী ফয়েজ হামিদকে ‘রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা’ এবং ‘বেআইনিভাবে ব্যক্তির ক্ষতি সাধন’-এর অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে বলে সেনাবাহিনীর জনসংযোগ উইং এক বিবৃতিতে জানিয়েছে। ২০২৩ সালে প্রকাশিত সুপ্রিম কোর্টের নথি অনুযায়ী, ফয়েজ হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং এক বেসরকারি রিয়েল এস্টেট ডেভেলপারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানোর অভিযোগ রয়েছে। গোয়েন্দা প্রধানের পদকে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর অবস্থান হিসেবে বিবেচনা করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ফয়েজ হামিদকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ঘোষিত রায়ে তাকে ১৪ বছরের কঠোর কারাদণ্ড দেওয়া হয়েছে। ফয়েজ হামিদ ছিলেন ইমরান খানের কট্টর সমর্থক। বিশেষজ্ঞদের মতে, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সমর্থন হারানোর পর অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। সেনাপ্রধান হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ফয়েজ হামিদ ইমরান খানের ক্ষমতা হারানোর কয়েক মাস পর আগাম অবসর নেন। পরে তার বিরুদ্ধে পাকিস্তান আর্মি অ্যাক্ট লঙ্ঘনের ‘বহু ঘটনার’ অভিযোগ আনা হয় এবং তাকে সব পদমর্যাদা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত