ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

নেত্রকোনার কলমাকান্দায় ইটবোঝাই লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে কলমাকান্দা পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার (৪৫) উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জব্বারের স্ত্রী। স্থানীয়দের বরাতে কলমাকান্দা থানার ওসি সিদ্দিক হোসেন জানান, রোকেয়া আক্তার তার মেয়ে সাদিয়া আক্তারকে ঢাকার একটি মাদরাসা থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। প্রথমে তিনি মেয়েকে নিয়ে ঢাকা থেকে বাসে করে কলমাকান্দা সদরে পৌঁছেন। পরে তিনি মেয়েকে নিয়ে কলমাকান্দা বাজারের রেন্টিতলা মোড় থেকে ভাড়ায় মোটরসাইকেলে চড়ে রামনাথপুরে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে কলমাকান্দা পূর্ব বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত