ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আজ মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করবে বিএনপি

আজ মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে আজ শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি। গতকাল বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মনোনীত ১০০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

মেজর হাফিজ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎভাবে অংশ নেওয়া মিত্র দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ২৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি ৩৬টি আসনের বিষয়ে শুক্রবার অথবা পরশুদিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। তিনি বলেন, বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জনআকাঙ্ক্ষা পূরণে নির্বাচনী কৌশল ও প্রার্থীদের দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। মেজর হাফিজ দাবি করেন, ধর্মভিত্তিক একটি দলসহ বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত