ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা প্রতিবাদে সিলেটে মানববন্ধন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সিলেটের শহিদ সাংবাদিক এটিএম তুরাব চত্বওে (কোর্ট পয়েন্ট) এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সহ-সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশের সিলেট প্রতিনিধি জহিরুল ইসলাম মিশুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগরের সাবেক সহসভাপতি সালেহ আহমদ খসরু, সিলেট মহানগর এবি পার্টির যুব বিভাগের সভাপতি তানজিল নাফি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত