ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ইন্টারনেট বন্ধ করা যাবে না, আড়িপাতায় থাকবে আধা-বিচারিক সংস্থা

ইন্টারনেট বন্ধ করা যাবে না, আড়িপাতায় থাকবে আধা-বিচারিক সংস্থা

সরকার চাইলেও এখন থেকে আর দেশে ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা ব্যবহার করতে পারবে না। পাশাপাশি, টেলিফোনে আড়িপাতা তদারকির জন্য একটি আধা-বিচারিক সংস্থা গঠন করা হবে। এ দুটি বিধানসহ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

গতকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, অধ্যাদেশে এই বিধান প্রথমে অন্তর্ভুক্ত থাকলেও সরকারের কিছু পক্ষ এটি বাদ দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ আছে। গত সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে ‘সর্বস্তরের নাগরিকবৃন্দ’ নামের একটি সংগঠন এ বিষয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছিল। সূত্র জানায়, এই অধ্যাদেশের আওতায় টেলিফোনে আড়িপাতা বিষয়ক তদারকি করবে নতুন গঠিত আধা-বিচারিক সংস্থা।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রির সভাপতিত্বে এই সংস্থা কার্যক্রম তদারকি করবে। সদস্য সচিব হিসেবে থাকবেন স্বরাষ্ট্র সচিব এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত