ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচন সহিংসতার দিকে যাবে

বলল ইসলামী আন্দোলন
লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচন সহিংসতার দিকে যাবে

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহিংসতার দিকে গড়াবে বলে সতর্ক করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতার সমান সুযোগ না থাকলে জনমনে আস্থা ভেঙে পড়বে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। সহিংসতা এড়াতে এখন থেকেই সমান রাজনৈতিক ময়দান নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

গতকাল শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নগর আমেলার মাসিক সভায় সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশজুড়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তার মূল কেন্দ্রে রয়েছে লেভেল প্লেয়িং ফিল্ডের প্রশ্ন। সমান সুযোগের রাজনৈতিক মাঠ নিশ্চিত না হলে নির্বাচন সহিংসতার দিকে যাবে। এটা কারও কাম্য নয়, কিন্তু বাস্তব ঝুঁকি অস্বীকার করার সুযোগ নেই।

স্বাধীনতার ৫৪ বছর পর দেশে ইসলামের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, এই সম্ভাবনাকে ব্যালটের মাধ্যমে জনআকাঙ্ক্ষায় রূপ দিতে হলে প্রতিযোগিতা হতে হবে নিরপেক্ষ, নিরাপদ এবং সবার জন্য সমান সুযোগের ভিত্তিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত