
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মুগদা থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান চালিয়ে নয় জনকে গ্রেপ্তার করে। এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো- মো. সালমান আমেদ, রিফাত আলম মুন্না, মো. ইমন, মো. মামুন, মো. মান্নান, মো. সুজন, নাইমুর রহমান আপন, মো. আছলাম ও মো. সাগর। অন্যদিকে একই দিনে বনানী থানা অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করে। এই অভিযোনে গ্রেপ্তারকৃতরা হলো- মো. শরিফ মিয়া, মো. খোরশেদ আলম, মো. মুনছুর আলী, মোহাম্মদ আলী, শাহিনুর হোসেন, মো. সবুজ মিয়া ও মো. রাকিব। এছাড়াও রূপনগর থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলো- মৌলী আক্তার মল্লিকা, মো. শ্রাবন, মো. রাজু, মোবারক হোসেন, মো. আব্দুল কাইয়ুম, মো. আশাদুল ইসলাম, মো. আবির হাসান, মো. মাহিবুল ইসলাম, মো. ইশরাক হোসাইন ইফতি, মো. তাইবুর রহমান, মো. সবুজ মিয়া ও মো. মুস্তাকিম সালেহীন একরাম অন্ত।