ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে যাচ্ছেন ইসি কর্মকর্তা কর্মচারীরা

স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে যাচ্ছেন ইসি কর্মকর্তা কর্মচারীরা

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম নিজেদের কাছে রাখার দাবিতে আজ বৃহস্পতিবার থেকে কর্মসূচিতে যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে এনআইডি ইসির অধীনে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে গত বুধবার পর্যন্ত সময় দিয়েছিলেন তারা। সেই সময় শেষ হলেও তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচিতেই যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এরইমধ্যে ইসির সব কর্মকর্তা-কর্মচারী তাদের ফেসবুক প্রোফাইল পরিবর্তন করেছেন। স্ট্যান্ড ফর এনআইডি শীর্ষক একটি ফটোকার্ড তারা ফেসবুকের প্রোফাইল ছবিতে দিয়েছেন।

স্ট্যান্ড ফর এনআইডি নামে একটি ফটোকার্ড নিজেদের ফেসবুক প্রোফাইল ছবিতে দিচ্ছেন ইসির কর্মকর্তা-কর্মচারীরা

এ বিষয়ে বুধবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন। তিনি বলেন, বিগত সরকার এনআইডি প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেয়ার উদ্যোগ নেয়। কিন্তু সবাই চায় এটি ইসির অধীনে থাকুক। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নেয় এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করে তা ইসির অধীনেই ন্যস্ত করার। কিন্তু আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য।

মনির হোসেন আরও বলেন, গত ৫ মার্চ এনআইডি এখানেই রাখার দৃশ্যমান উদ্যোগ নিতে কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম, সরকার ও কমিশনের দৃশ্যমান উদ্যোগের জন্য। কমিশন একমত পোষণ করে ৯ তারিখে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের কাছ থেকে সাড়া পেলেও সরকারের কোনো কিছু আমরা পাইনি।

তাই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচিতে (মানববন্ধন) যাব। সারা দেশে সব নির্বাচন কমিশনের কার্যালয়ে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত কর্মসূচি পালন করব। এরমধ্যে কোনো সাড়া না পেলে পরবর্তীতে আমরা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেব, যোগ করেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত