ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আখাউড়া ও হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

টহল জোরদার
আখাউড়া ও হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি এবং সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দা ও বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তঘেঁষা বাউতলা সিএনজি স্ট্যান্ডে গতকাল রোববার বেলা ১১টায় সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়সভায় ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আখাউড়া সীমান্তপথে ভারতীয় বিএসএফের পুশইন ইস্যু ছাড়াও অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বন্ধ এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্যধারণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক নানা বিষয়ে আলোচনা করা হয়।

এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইন ঠেকাতে আখাউড়া সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি জওয়ানরা। সীমান্ত নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

মতবিনিময়সভায় বিজিবি ৬০ ব্যাটালিয়নের আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার নূরুল আমীন ছাড়াও আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং যুগান্তর ও যমুনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু, বিজিবি হাবিলদার কামরুজ্জামান, সাংবাদিক শামীম আহমেদ, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. জিতু মিয়াসহ ওই ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলোর বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন। মহিউদ্দিন মিশু বলেন, বিজিবির কর্মপরিধি শুধু সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোসহ নিয়মিত দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের সাহায্যে নানাবিধ মানবিক কার্যক্রম চালিয়ে থাকে বিজিবি জওয়ানরা।

আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার মো. নূরুল আমীন বলেন, ভারতীয় বিএসএফের পুশইন ঠেকাতে আখাউড়া সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় টহল জোরদারে রয়েছে বিজিবি জওয়ানরা। এদিকে সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনায় দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কাবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং বাংলাদেশ পুলিশ।

গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক।

তিনি বলেন, বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড (বিজিবি) সার্বক্ষণিক সীমান্তে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনায় দিনাজপুর জেলার সব সীমান্তে বিজিবি সদস্যরা সতর্কতায় আছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা প্রস্তুত রয়েছে।

অন্যদিকে দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর কারণে বাংলাদেশ পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের পুলিশের টিম নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তেও টহল দিচ্ছে।

জানা যায়, গত কিছুদিন ধরেই বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে ভারত। এরইমধ্যে সীমান্ত এলাকায় বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে আটকও করেছে বিজিবি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত