ঢাকা সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

জামালপুরে নতুন গ্যাস খনির সন্ধান বের হচ্ছে ৭.২ মিলিয়ন চাপে

জামালপুরে নতুন গ্যাস খনির সন্ধান বের হচ্ছে ৭.২ মিলিয়ন চাপে

জামালপুর মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধানে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে।

গতকাল রোববার দুপুর ১টা পর্যন্ত ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছিল। এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাথমিক পরীক্ষায় গ্যাস মিলেছে।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা জানান, ২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার মাটির নিচের স্তর থেকে ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছে।

তার উপরে আরও একটি স্তর রয়েছে, ওইখানেও গ্যাস রয়েছে।

আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে কি পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে। এছাড়াও তেল বা পদার্থ রয়েছে কি না তা পরীক্ষা শেষে জানা যাবে।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, গ্যাস বের হচ্ছে, তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কী পরিমাণ গ্যাস রয়েছে। পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে।

এছাড়া অন্য কোনো খনিজ পদার্থ থাকলে সেটিও পরীক্ষা শেষে জানা যাবে।

এর আগে এ বছরের ২৪ জানুয়ারি উপজেলার তারতাপাড়া গ্রামে খনন কূপটির খনন? কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত