ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রিজার্ভ চুরি মামলার তদন্তে ৮৬ বার সময় নিল সিআইডি

রিজার্ভ চুরি মামলার তদন্তে ৮৬ বার সময় নিল সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৪ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসেন এ নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে এই আদেশ দেওয়া হয়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির মামলায় এ পর্যন্ত ৮৬ বার সময় চাইল সিআইডি। চুরি হওয়া অর্থের মধ্যে অন্তত ৮১ মিলিয়ন ডলার ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়, যেখান থেকে তা ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত