ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কাভার্ডভ্যান-অটো সংঘর্ষ

একই পরিবারের তিনজনসহ নিহত চার

একই পরিবারের তিনজনসহ নিহত চার

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার ধনুট উপজেলার সাংইশ্বরঘাট এলাকার সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরীন নাহার (৩০) ও তাদের ছেলে। অন্যজন হলেন- গাজীপুরের মাওনার কেউরা এলাকার মৃত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাওনা থেকে পাঁচ যাত্রী নিয়ে অটোরিকশাটি ফুলবাড়িয়ার বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশা যাত্রী জাহিদ ও তার শিশু ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত জাহিদের স্ত্রী ও শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত