প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
নাগলিঙ্গম গাছের ঝরে যাওয়া পাতা পায়ে মাড়িয়ে গেলে মর্মর ধ্বনি ওঠে। শিহরণ জাগায়। পাতা ঝরে পড়ার দৃশ্যেও মায়া আছে। সহাস্য মা এবং কৌতূহলী সন্তানের চোখ বলছে, এক মোহময় সময় কাটছে তাদের। ছবিটি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে তোলা * এম খোকন সিকদার