ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম

রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম

রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় পৌঁছেছে। ‘এমভি পার্থ’ নামের জাহাজটি এই গম বহন করে নিয়ে এসেছে। গতকাল সোমবার খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আমদানি করা গমের নমুনা পরীক্ষা এরইমধ্যে শেষ হয়েছে। পরীক্ষায় মানগত কোনো সমস্যা না থাকায় শিগগিরই গম খালাসের কাজ শুরু হবে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, আসা গমের মধ্যে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। সরকারি পর্যায়ে আমদানি করা এই গম মূলত জাতীয় খাদ্য নিরাপত্তা মজুত জোরদার ও বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচিতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সরকার এর আগেও বিভিন্ন সময়ে রাশিয়া, ইউক্রেন ও কানাডা থেকে গম আমদানি করেছে। তবে চলমান বৈশ্বিক বাজার পরিস্থিতি, যুদ্ধ ও শুল্কসংক্রান্ত জটিলতার কারণে আমদানি কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছিল। এ প্রেক্ষাপটে এই চালানটি দ্রুত এসে পৌঁছানোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রসঙ্গত, খাদ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট বন্দরের সমন্বয়ে এখন গম খালাস ও পরিবহনের প্রস্তুতি চলছে। এতে দেশের ভেতরে খাদ্য সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত