
গুগলের পরবর্তী বাজেট স্মার্টফোন পিক্সেল-১০এ নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য বলছে, ফেব্রুয়ারিতেই ফোনটি বাজারে আনতে পারে গুগল। নকশা ও স্পেসিফিকেশনের দিক থেকে এটি আগের পিক্সেল ৯এ-এর মতোই হতে পারে। গত বছর গুগল পিক্সেল-১০ সিরিজ উন্মোচন করে। তখনই ধারণা করা হচ্ছিল, ২০২৫ সালের শেষ নাগাদ পিক্সেল-১০এ বাজারে আসবে। তবে তা হয়নি। এখন বিভিন্ন লিক ও প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে ফোনটির সম্ভাব্য নকশা, প্রসেসর ও দাম সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।
ফাঁস হওয়া সিএডি রেন্ডার অনুযায়ী, পিক্সেল ১০এ দেখতে অনেকটাই আগের মডেলের মতো হবে। পেছনে থাকবে সমতল প্লাস্টিক বডি। ক্যামেরার জন্য থাকবে ছোট, ওভাল বা পিল-আকৃতির একটি আইল্যান্ড। সেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। বেজেলের দিক থেকেও খুব একটা পরিবর্তন আসছে না। পর্দার চারপাশে তুলনামূলক মোটা বেজেল থাকতে পারে। গুগলের ‘এ’ সিরিজে এটি নতুন কিছু নয়। প্রিমিয়াম পিক্সেল ফোন থেকে বাজেট মডেল আলাদা করতেই এমন নকশা রেখে আসছে প্রতিষ্ঠানটি।
পিক্সেল ১০এ-তে ৬ দশমিক ৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। এটিও আগের মডেলের মতোই। এতে এলটিপিএস প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ফলে স্ক্রিনের রিফ্রেশ রেট ১ হার্জ পর্যন্ত নামবে না। এই দিক থেকে এটি প্রিমিয়াম ফোনগুলোর মতো সুবিধা দেবে না। প্রসেসরের ক্ষেত্রে এবার ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে গুগল। সাধারণত পিক্সেল ‘এ’ সিরিজে সর্বশেষ টেনসর চিপ ব্যবহার করা হয়। তবে এবারে পিক্সেল ১০-এতে থাকতে পারে টেনসর জি৪ চিপ। এটি আগেই পিক্সেল ৯ সিরিজে ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদন বলছে, নতুন টেনসর জি৫ চিপটি টিএসএমসিতে তৈরি হওয়ায় এর উৎপাদন খরচ বেশি। সে কারণেই গুগল পুরোনো জি৪ চিপ ব্যবহার করতে পারে। তবে এতে সামান্য পারফরম্যান্স বুস্ট যোগ করা হতে পারে। র্যাম ও স্টোরেজের ক্ষেত্রে খুব বড় পরিবর্তনের আভাস নেই। ফোনটিতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। বড় স্টোরেজ হিসেবে ২৫৬ জিবির একটি সংস্করণও আসতে পারে।
পিক্সেল ১০এ-তে ৫ হাজার ১৯৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকার কথা শোনা যাচ্ছে। চার্জিং স্পিড সম্ভবত আগের মডেলের মতোই থাকবে। এ ক্ষেত্রে বড় কোনো আপগ্রেড আসছে না। একজন পরিচিত টিপস্টার জানিয়েছেন, পিক্সেল ১০এ উন্মোচিত হতে পারে ১৭ ফেব্রুয়ারি। ভারতের বাজারে ফোনটির দাম হতে পারে প্রায় ৫২ হাজার রুপি। এটি হবে ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম। আর ২৫৬ জিবি সংস্করণের দাম হতে পারে প্রায় ৬৩ হাজার রুপি।
তবে গুগল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই এসব তথ্যকে প্রাথমিক হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা। আনুষ্ঠানিক ঘোষণার আগে দাম ও স্পেসিফিকেশনে পরিবর্তন আসতে পারে।