ঢাকা শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দেশে নারীদের ক্যান্সারে মৃত্যুর প্রধান কারণ জরায়ু-স্তন ক্যান্সার

দেশে নারীদের ক্যান্সারে মৃত্যুর প্রধান কারণ জরায়ু-স্তন ক্যান্সার

বাংলাদেশে নারীদের ক্যান্সারে মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার। তবে মরণব্যাধি এ দুই ধরনের ক্যান্সার নিয়মিত পরীক্ষা ও শনাক্ত হলে ভ্যাকসিন নেয়ার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোষাধ্যক্ষ ও দেশের প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার। তবে দেরিতে রোগ শনাক্ত হলে সঠিক চিকিৎসা দেয়া কঠিন হয় বিধায় মৃত্যুঝুঁকি বেড়ে যায় বলে মনে করেন তিনি। গতকাল বিএসএমএমইউয়ে ‘জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব তথ্য জানান প্রখ্যাত এই গাইনি বিশেষজ্ঞ। অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ও ভ্যাকসিন নেয়ার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। স্তন ক্যান্সার পরীক্ষার জন্য সিবিই, জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষার জন্য ভায়া টেস্ট করা অত্যন্ত জরুরি। সঙ্গে সঙ্গে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নারীদের ভ্যাকসিন নেয়া উচিত। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তিনি জানান, বিশ্বে নারীদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার অন্যতম। জরায়ুমুখ ক্যান্সার বিশ্বজুড়ে নারীদের ক্যান্সারের মধ্যে চতুর্থতম এবং ক্যান্সারজনিত মৃত্যুর চতুর্থতম শীর্ষ কারণ। এছাড়া স্তন ক্যান্সার বিশ্বব্যাপী এবং বাংলাদেশে উভয় ক্ষেত্রেই শীর্ষ স্থানীয় ক্যান্সার। বাংলাদেশে নারীদের ক্যান্সারে মৃত্যুর প্রধানতম দুটি কারণ হলো জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার। এ দুটি ক্যান্সার গুরুত্বপূর্ণ নন-কমিউনিকেবল ডিজিসেস হিসেবে বিবেচিত।

এ সময় বক্তারা জানান, দেশে প্রতি বছর নতুনভাবে প্রায় ৮ হাজার ২৬৮ জন নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয় এবং ৪ হাজার ৯৭১ জন নারী মারা যায়। একই ভাবে দেশে প্রতি বছর নতুনভাবে প্রায় ১৩ হাজার ২৮ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয় এবং ৬ হাজার ৭৮৩ জন নারী মারা যায়। জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর বেঁচে থাকা অনেকাংশে নির্ভর করে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও কার্যকরী চিকিৎসা প্রদানের ওপর। আর দেরিতে রোগ শনাক্তকরণ হলে সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা দেয়া কঠিন বিধায় মৃত্যুঝুঁকি বৃদ্ধি পায়। সীমিত ও ব্যয়বহুল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত